বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led04সদর

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৩৯ বছর বয়সী শাহা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের ১ নং রেল গেইট এলাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলো নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইন রোডের ডন চেম্বার এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহ্ আলম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, ‘রাজবাড়ী যুগ্ম জজ ২য় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন, ১৯৯০ এর ১৯(১) সারণি ৩(ক) ধারা মোতাবেক আসামী মো. শাহা আলম (৩৯) কে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email