বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

শারমিন স্টিলমিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিলমিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪জনে দাঁড়িয়েছে। সবশেষ বিস্ফোরণে দগ্ধ মো. জাকারিয়া (২০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার মো. শরিফুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৬) ও সোমবার বিকেলে মোজাম্মেল হক (৩০) মারা যান।

জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email