বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সপ্তম দফায় অবরোধে মহাসড়কে পিকেটিং, দুই বিএনপি নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে পিকেটিং করার সময় বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম ও বিএনপি নেতা মো. আবু তালেব ওরফে বাবু।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে ৮-১০ জন জড়ো হয়ে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কে পিকেটিং করার চেষ্টা করছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়৷ ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই জনকে আটক করে পুলিশ।

আটক দুইজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত নাশকতার মামলার আসামী বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email