শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জেলাজুড়েসদর

সাংবাদিক মাসুদের মায়ের মৃত্যুতে না.গঞ্জ প্রেস ক্লাবের শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্য আবু সাউদ মাসুদের মা সুফিয়া সুলতানা (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুম্মা নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান সিটি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

আবু সাউদ মাসুদের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মুরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email