সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Led05রাজনীতি

সেলিম-শামীমের অর্থায়নে ওমরাহ হজে গেলেন ১০ জন

লাইভ নারায়ণগঞ্জ: ওসমান ভাতৃদ্বয়ের সহায়তায় পবিত্র ওমরাহ হজ পালনে সৌদিআরব গিয়েছেন ৮ জন মাওলানা ও ২ জন হাফেজ। নারায়ণগঞ্জ ৫ ও ৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের নিজস্ব অর্থায়নে হজ যাত্রীদের এই ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মদিনার উদ্দেশ্যে রওনা হন হজ যাত্রীরা। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তারা মদিনায় অবস্থান করবেন। ৩১ ডিসেম্বর হজযাত্রীরা উদ্দেশ্যে রওনা হবেন। পরে ৯ জানুয়ারী ওমরাহ পালন শেষে তারা দেশে ফিরবেন।

ওমরাহ হজে সদর ও বন্দরের ৭ টি ইউনিয়ন থেকে ৭ জন, সিটি কর্পোরেশন এর ২ টি ওয়ার্ড থেকে ২ জন এবং নারিন্দা মাদ্রসা থেকে ১ জন হাফেজ গিয়েছেন। তারা হলেন: ১. মাওলানা রফিকুল ইসলাম, ২.মাওলানা বাহাউদ্দীন, ৩. মাওলানা বদরুল আলম, ৪. মাওলানা বশির, ৫.মাওলানা কাওছার, ৬.মাওলানা ইসমাইল, ৭. মাওলানা মাকসুদ, ৮.মাওলানা নজরুল ইসলাম, ৯. হাফিজুর রহমান, ১০. হাফেজ রবিউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email